বহু সহস্রাব্দ পর দেখা

ছবি : সংগৃহীত

মিনটাকা
শিকারী নক্ষত্রপুঞ্জের সবচেয়ে উজ্বল নক্ষত্র
প্রিয়তমা আমার ৷
দেবী হাথোর আশির্বাদ পুষ্ট দেবী তুমি
স্মরণ করো আমাদের প্রথম সাক্ষাতের কথা,
বহু সহস্রাব্দ আগের সেই দিনটির কথা
স্মরণ করো সুযোদ্ধা মিনটাকা ৷
নীলনদ ঘেষা হাথোর মন্দিরে
আমাদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করো,
স্মরণ করো প্যাপিরাস গুল্ম ঘেরা হ্রদে
বুনোহাঁস শিকারের সেই আলৌকিক সকালের কথা,
স্মরণ করো ডোভ দ্বীপের কথা
যেখানে কাদাপানিতে আমরা প্রথম স্পর্শ পেয়েছিলাম ৷
নিম্ন মিশরের রাখাল রাজা অ্যাপিপি আভিরিসের কন্যা
মিনটাকা
যে আটজন যোদ্ধা ভাইয়ের একমাত্র বোন
স্মরণ করো বহু সহস্রাব্দের পুরোনো স্মৃতি ৷
স্মরণ করো মহান প্রভু আমান রা এর উত্তরসুরি
হুরাসের প্রতিনিধি উচ্চ মিশরের অধিপতি
ট্যামোস বংশীয় যুবক ফারাও নেফারকে
যার সাথে বাজ পাখি শিকারে যেতে,
যার বাগদাত্তা হয়েছিলে মহান হাথোর মন্দিরে ৷
চোখ বন্ধ করে ফিরে তাকাও বহু সহস্রাব্দ পেছনে
সেইসব প্যাপিরাস গুলোকেকে পাঠ করো
অনুলেখকগন যা লিখেছিলেন আমাদের নিয়ে ৷
স্মরণ করো আমার উজ্বল তারা,
স্মরণ করো মিনটাকা ফারাও নেফার সেটি কে ,
যে হুরাসের আর্শিবাদে আবার তোমার সামনে ৷

Leave a comment